মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভেষজ ওষুধ তৈরির উৎস সুন্দরবন

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

রবিউল ইসলাম কালিগঞ্জ ( সাতক্ষীরা) উপজেলা থেকে : সুন্দর বন আমাদের গর্ব অহংকারের প্রতিক। মহান সৃষ্টিকর্তা প্রদত্ত এক মহা উপহার বাংলাদেশ তথা বিশেষ করে বাংলাদেশর দক্ষিন পশ্চিম অঞ্চলের মানুষের জন্য। সুন্দর বন মায়ের মতন। মায়ের মমতার আঁচলের মত পরম মমতায় আগলে রেখেছে সুন্দর বন উপকূলবর্তি অঞ্চলকে। ঝড় ঝঞ্জা, জলোচ্ছাস, প্রাকৃতিক দুর্যোগের মত বিরুপ প্রভাবের হাত থেকে রক্ষা করতে স্বগর্বে মাথা উচু করে দাড়িয়ে থাকা সুন্দর বন প্রতিনিয়ত প্রকৃতির বিরুদ্ধে নীরবে লড়াই করে যাচ্ছে। শুধু কি তাই? মানুষের বেঁচে থাকার এক অনন্য মৌলিক উপাদান অক্সিজেন যা ৬০১৭ বর্গ কিঃমিঃ জায়গা জুড়ে সুবিস্তৃত বিশাল বনবৃক্ষ অক্সিজেন দিচ্ছে। এ দিক দিয়ে এ বনের গুরুত্ব অবদান অপরিসীম। এছাড়া এবন উপকুলীয় অঞ্চলের মানুষের জন্য এক বিরাট আয়ের উৎস। সুন্দর বনের আশপাশ ঘিরে ৪৫০ টির মত নদী, খাল যেখান থেকে বিভিন্ন প্রজাতির চিংড়ী, সাদা মাছ, কাঁকড়া আহরণ করে হাজার হাজার জেলে পরিবার জীবন জীবিকা চালাচ্ছে।
বনের হাজার হাজার মন শুকনা কাঠ, পাতা সংগ্রহ করে জ্বালানি হিসাবে ব্যবহার করছে উপকীলীয় অঞ্চলের জনগন। সুন্দর বনের গোল পাতা আরও একটি আয়ের উৎস। সুন্দরবন একদিকে যেমন ব্যক্তিকেন্দ্রিক আয়ের উৎস অন্য দিকে সরকারি রাজস্ব আয়ের ও উৎস। চিরসবুজের এই সুন্দর বন সৌন্দর্য, রুপ মাধুয্যে যেন অনন্ত যৌবনা। এত সৌন্দর্য মন্ডিত সুন্দর বন ভ্রমন পিপাসু মানুষ তথা বিনোদন পিপাসুদের অতীত থেকে হাত ছানি দিয়ে ডাকছে। সে ডাকে সাড়া দিয়ে সুন্দরবন সম্পর্কে জানতে, চিনতে এর অপরুপ সৌন্দর্য উপভোগ করতে দেশি, বিদেশি পর্যটক আসছে। অনুকুল পরিবেশ পেলে পর্যটক খাত সহ অন্যান্য খাত থেকে বছরে প্রায় তিন হাজার কোটি টাকার বেশি সরকারি রাজস্ব আয় করা সম্ভব। সব মিলিয়ে সুন্দরবনের গুরুত্ব, প্রয়োজন, অবদান লেখনী ভাষায় তুলে ধরা অসম্ভব। শুধু মাত্র অন্তর আত্মা দিয়ে উপলব্ধির ব্যাপার মাত্র।
অন্তর কর্ণ দিয়ে এ বনের আরও একটি হৃদয় স্পর্শী আহ্ববান শুনতে পেলে মানব মঙ্গলের জন্য জন্ম নেওয়া এ বন নিজেকে স্বার্থক বলে মনে করবে। বিপর্যস্থ মানবতার পক্ষে নীরবে কথা বলা এ বন অসুস্থ মানষের জীবন বাঁচাতে চায় তার বুকে ধারন করা ৩৩৪ প্রজাতির বনজ বৃক্ষ, বিভিন্ন প্রজাতির গুল্ম, লতার মাধ্যমে সৃষ্টি ভেজষ ঔষধের মাধ্যমে।বর্তমানে দেশ বিদেশে আধুনিক সভ্য সমাজের মানুষের কাছে ভেজষ ঔষধ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর গ্রহণ যোগ্যতা ও চাহিদা বেড়েই চলছে। শরীরের জন্য বেশ উপযেগী মনে করছেন চিকৎসকরা। সুন্দর বনের গহীন থেকে গহীনে জন্ম নেওয়া লতা, পাতা, গুল্ম, বৃক্ষ থেকে মানুষের জীবন রক্ষা কারী মহামূল্যবান ভেজস ঔষধ উদ্ভাবন সম্ভব।
প্রয়োজন গবেষক এবং গবেষনাগার। আমাদের গর্ব, অহংকারের প্রতিক মহামুল্যবান সুন্দর বনের গুরুত্ব সরকারের কাছে তুলে ধরে ভেজষ ঔষধ তৈরীর সমুহ সম্ভাবনাময় উজ্জ্বল ক্ষেত্র সুন্দরবন সংলগ্ন একটি গবেষণাগার স্থাপনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি করেছেন সূধীজন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন