সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কেরানীগঞ্জে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

| প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জে হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী, অভিভাক ও পরিচালনা কমিটির মধ্যে চরম দ্বন্দ দেখা দিয়েছে। এতে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
হাসনাবাদ এলাকার বাসিন্দা মো: রহিস উদ্দিন খোকন জানান, গত বছরের মার্চের শেষের দিকে ১১ সদস্য বিশিষ্ট একটি স্কুল পরিচালনা কমিটি গঠন করা হয়। এই কমিটির ২/৩জন সদস্য ছাড়া বাকি সদস্যদের কোন সন্তান এই স্কুলে পড়াশুনা করে না। বেশিরভাগ সদস্যদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে। যারা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার দিক নির্দেশনা দিবেন তাদের মধ্যেই শিক্ষার আলো খুব কম। বর্তমান কমিটির সভাপতি মোঃ সামিউল হক সামু নিজেই দুইটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের মালিক এবং ওই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি। এছাড়া তিনি বেসরকারী একটি কলেজের পরিচালনা কমিটির সদস্য। একই ব্যক্তি কিভাবে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতির দ্বায়িত্ব পালন করে। এনিয়েও দেখা দিয়েছে নান প্রশ্ন। অন্যদিকে স্কুলের একটি পুরাতন ভবন নিয়ম বহির্ভুতভাবে ভেঙে ফেলে তা আত্বসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এব্যাপারে সামিউল হক সামুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপুর্ণ। আমি কোন অনিয়মের সাথে জড়িত নই। হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ মোশারফ হোসেন বলেন, আমি গত ১ মাস আগে এই বিদ্যালয়ে যোগদান করেছি। তাই এই পরিচালনা কমিটির সম্পর্কে আমার তেমন কোন বিষয় জানা নেই। কেরানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজেদা সুলতানা এ ব্যাপারে জানান, বিদ্যুত প্রতিমন্ত্রী ও উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ যে কমিটি অনুমোদন করে আমাকে দিয়েছেন, আমি সেই কমিটি শিক্ষা উপ-কমিটির মাধ্যমে অনুমোদন দিয়েছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন