শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জেলিযুক্ত চিংড়ি মাছ ধ্বংস, ৩ আড়ৎকে জরিমানা

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

মীরসরাইয়ে জেলিযুক্ত চিংড়ি মাছ জব্ধ করে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। এসময় বারইয়াহাট পৌর বাজারের ৩টি মাছের আড়তকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আড়ৎগুলো হলো: কর্ণফুলী ফিশিং সেন্টার, মায়ের দোয়া মাছের আড়ৎ ও বাদশা মিয়া মাছের আড়ৎ। গতকাল সকালে উপজেলার বারইয়ারহাট পৌরসভা মাছ বাজারে এই অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়সার খসরুর নেতৃত্বে অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী ।
উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট কায়সার খসরু জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌর মাছ বাজারে অভিযান চালানো হয়। এসময় তিনটি মাছের আড়তে জেলিযুক্ত প্রায় ৫৫০ কেজি চিংড়ি মাছ পাওয়া যায়। পরে স্থানীয় একটি পতিত স্থানে জব্দকৃত সকল মাছ কেরোসিন দিয়ে মাছগুলো ধবংস করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন