শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ঝিনাইদহে কৃষক মিলন হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের কৃষক মিলন হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। গতকাল দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ গোলাম আযম এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিতরা হলেন নারিকেলবাড়িয়া গ্রামের মনছের আলী ও রবিউল ইসলাম। মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ৬ জানুয়ারি রাতে পুর্ব শুত্রæতার জের ধরে সদর উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে মিলনকে প্রতিপক্ষরা বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরদিন সকালে বাড়ির পাশের একটি মাঠ থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ১৯ জনকে আসামী করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে ৮ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। দীর্ঘ স্বাক্ষ্য গ্রহণ ও শুণানী শেষে আদালত গতকাল বৃহস্পতিবার রবিউল ইসলাম ও মনছের আলীকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা ও বাকি ৬ আসামীকে বেকসুর খালাস দেন। দন্ডিত আসামীর মধ্যে রবিউল ইসলাম পলাতক রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন