শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ডলু নদীতে ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে গার্ডার ব্রিজ

সাতকানিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রামের সাতকানিয়ার ইছামতি মোহাম্মদিয়া মাদ্রাসা এলাকায় ডলুনদীর উপর ৭ কোটি টাকা ব্যায়ে নির্মিত হচে্আর.সি.সি গার্ডার ব্রিজ। আগামী ১ সম্পাহের মধ্যে ৬৯ মিটার দীর্ঘ এই ব্রিজের দরপত্র আহ্বান করা হবে। নতুন এই ব্রিজ নির্মাণ হলে পালটে যাবে এলাকার চেহারা। গত রোববার ব্রিজের নির্ধারিত এলাকা পরিদর্শন করেছেন, চট্টগ্রাম ১৫ আসনের সাংসদ ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এল.জি.ই.ডি) প্রকল্প পরিচালক হাফিজ। ব্রিজের নির্ধারিত এলাকা পরিদর্শন শেষে নদভী এম.পি বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে সাতকানিয়ায় যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা সহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। সাতকানিয়ায় ডলুনদীর উপর শুধু একটি ব্রিজ ছিল। ফলে চরতি, আমিলাইশ, এওচিয়া, কা না’র লোকজনকে দীর্ঘপথ পাড়ি দিয়ে ডলুব্রিজ পার হয়ে সাতকানিয়া সদরে আসতে হতো। এখন ডলুনদীর ইছমতি মুহাম্মদিয়া মাদ্রাসা এলাকায় ব্রিজ হলে মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। এই ব্রিজ এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। ব্রিজটি নির্মিত হলে গ্রামীন অর্থনীতিতে অবদান রাখবে। ৬৯ মিটার দীর্ঘ আর.সি.সি গার্ডার ব্রিজের সম্ভাব্য ব্যায় ধরা হয়েছে ৭ কোটি টাকা। আগামী সপ্তাহে এই ব্রিজের কাজের দরপত্র আহ্বান করা হবে। জুনের মধ্যে কার্যাদেশ প্রদান করা হবে। এতে আরো উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের (এল.এম.জি), উপজেলা প্রকৌশলী নাসিত হাসান সিরাজী, চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক, আবু তাহের জিন্নাহ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবু সুফিয়ান প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন