বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শিকলবাহা ইউপি চেয়ারম্যানের বরখাস্ত আদেশ প্রত্যাহার

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মো.ইফতেখার আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়। ফলে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদটি পুনরায় ফিরে পেয়েছেন তিনি।
জানা যায়,নবগঠিত কর্ণফুলী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো গেল বছরে মহান বিজয় দিবস উদযাপিত হয়। এতে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম দাওয়াত পাননি দাবি করে তার অনুসারীরা অনুষ্ঠান চলাকালে বিজয় মঞ্চে হামলার অভিযোগ উঠে। এ ঘটনায় কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী দীপু চাকমা বাদি হয়ে চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের করেন। এ কারণে ওই বছরের ২৮ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন