চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। একজন শিল্পীর জীবনে এই পুরস্কার বিশেষ সম্মান ও গৌরবের। পুরস্কারের স্বীকৃতি স্মারক হিসেবে দেয়া হয় সোনার মেডেল। অভিযোগ উঠেছে, এই মেডেলে খাঁটি সোনা দেয়া হয় না। একাধিক পুরস্কারপ্রাপ্তদের সোনার মেডেলে মরিচা পড়েছে বলে জানা গেছে। অথচ খাঁটি সোনা হলে কোনোভাবেই মরিচা পরার কথা নয়। এ নিযে সোশ্যাল মিডিয়ায় অনেকেই মন্তব্য করেছেন। এ ব্যাপারে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র ও প্রশাসন) আজহারুল হক একটি সংবাদ মাধ্যমকে বলেন, সোনার মেডেলে মরিচা পড়ার কোনও অভিযোগ আমাদের কাছে আসেনি। এমনটা যদি হয়ে থাকে তবে সেটা দুঃখজনক। বিষয়টি আমরা খতিয়ে দেখবো। সূর্য দীঘল বাড়ি ও দহন সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান পরিচালক শেখ নিয়ামত আলী। এছাড়া ১৯৯৫ সালে অন্য জীবন সিনেমার জন্য এই পরিচালক তিনটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। গুণী এই পরিচালকের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সোনার ট্রফি ও মেডেলে মরিচা ধরেছে বলে অভিযোগ করেছেন তার মেয়ে শর্বরী ফাহমিদা। শর্বরী ফাহমিদা বিস্ময় প্রকাশ করে সংবাদ মাধ্যমকে বলেন, সোনার মেডেলে কীভাবে মরিচা পড়ে! উল্লখ্য, পরিচালক শেখ নিয়ামত আলী মৃত্যুবরণ করেছেন দেড় দশক আগে। এখন তার মেয়ে শর্বরী আহমেদের কাছে রয়েছে সোনার মেডেল। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দশবার সেরা চিত্রগ্রাহকের সম্মাননা অর্জন করেছেন দেশখ্যাত সিনেমাটোগ্রাফার মাহফুজুর রহমান খান। তার প্রাপ্ত সোনার মেডেলেও মরিচা পড়েছে বলে জানা গেছে। তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ব্রোঞ্জের ট্রফি, সম্মাননা ও ক্রেস্টের পাশাপাশি ১৮ ক্যারেটের সোনার মেডেল প্রদান করা হয় সরকারের পক্ষ থেকে। সোনার মেডেলের ওজন ১৫ গ্রাম থাকে। কিন্তু সেখানেই ভেজাল রয়েছে। চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং অভিনেতা ফারুক একটি সংবাদ মাধ্যমকে বলেন, বিষয়টি নিয়ে আমি বিস্তারিত কিছু জানি না। তবে সোনার মেডেলে মরিচা পড়ার কথা নয়। এমনটা যদি হয়ে থাকে তবে সেটা খুবই দুঃখজনক। সোনার মেডেল সবার ভাগ্যে জুটে না। যারা এটা অর্জন করেন, তারা স্মৃতি হিসেবে এটাকে সংরক্ষণ করেন। বিষয়টির সুষ্ঠ তদন্ত হবে বলে আশা করছি।জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়ার সময় এসে গেল। এদিকে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব ও চলচ্চিত্র বিভাগের অ্যাডমিন মোহাম্মদ আজহারুল হক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এবার সম্মাননার জন্য তৈরি মেডেলের সোনার ক্যারেট বাড়ছে। বরাবর ১৮ ক্যারেটের সোনার মেডেল দেয়া হলেও এবার দেয়া হবে ১৯ ক্যারেটের। মেডেলের গুণগত মান জানতে এবার আণবিক কেন্দ্র থেকে এগুলো পরীক্ষা করানো হয়েছে। উল্লেখ্য, আগামী ৮ জুলাই ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলতি বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবছর আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা ফারুক ও অভিনেত্রী ববিতা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন