শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আমতলী কলেজ অধ্যক্ষের অভিজ্ঞতাহীন ৯ বছর

সোয়া পাঁচ কোটি টাকা আত্মসাতের তদন্ত রিপোর্ট ফাইলবন্দী

আমতলী (বরগুনা) থেকে তালুকদার মো. কামাল | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

যথাযথ শর্ত পূরণ না করেও মো. মজিবর রহমান আমতলী ডিগ্রি তথা সরকারি কলেজে আট বছর অধ্যক্ষ পদে চাকরি করে সোয়া পাঁচ কোটি টাকা আত্মসাৎ করেন। তদন্ত রিপোর্টটি ডিজি অফিসে এক বছর ধরে ফাইলবন্দী রয়েছে। গত ২ আগস্ট ২০১৭ মাউশি/বরি/তদন্ত/২০১৭/৭৬ নং স্মারকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা, বরিশাল আঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রফেসর মোহাম্মাদ ইউনুস ও উপ-পরিচালক (কলেজ) মো. আবদুস সেলিমের যৌথ তদন্ত রিপোর্টে আমতলী ডিগ্রি তথা সরকারি কলেজের অভিজ্ঞতাহীন অধ্যক্ষ মো. মজিবর রহমানের ৯ বছর চাকরিকালীন সময়ের মধ্যে পাঁচ কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ করেছেন মর্মে ডিজি মহোদয়কে অবগত করান। দীর্ঘ প্রায় এক বছর ধরে ডিজি অফিসের সহকারী পরিচালক (কলেজ-০৪) জাকির হোসেনের কাছে উক্ত তদন্ত রিপোর্টটি ফাইলবন্দী অবস্থায় পাওয়া যায়। আজও যার কোনো কার্যক্রম শুরু হয়নি। বিষয়টি অত্যন্ত রহস্যজনক বলে প্রতীয়মান।
উল্লেখ্য, একটি ডিগ্রি কলেজে অধ্যক্ষ পদে নিযুক্তির ক্ষেত্রে যে অভিজ্ঞতা থাকার কথা মো. মজিবর রহমান সে অভিজ্ঞতা ছাড়াই দীর্ঘ ৯ বছর কলেজটিতে দায়িত্ব পালন করেছেন। মাউশি অধিদফতরের মহা-পরিচালকের (ডিজি) কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমার দফতরে কোনো ফাইল এভাবে পড়ে থাকে না। তবুও বিষয়টি আমি দেখছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন