বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সরিষাবাড়িতে ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা

সরিষাবাড়ি (জামালপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৮, ১২:৩৬ এএম

জঙ্গিবাদ নির্মূল, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে পৌরসভা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি পুলিশিং ফোরামের এক মতবিনিময় ও আলোচণাসভা গতকাল বৃহস্পতিবার দুপুরে সরিষাবাড়ি আরডিএম পাইলট হাইস্কুলে অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম খান।
সরিষাবাড়ি থানার ওসি তদন্ত মোহাব্বত কবীরের উপস্থাপনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আঃ গনি, উপজেলা যুব লীগের সভাপতি আশরাফুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আ. কাদেরসহ স্থানীয় বিভিন্ন পেশার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সরিষাবাড়ির সুশীল সমাজ থানা পুলিশের সাথে ছিল এবং থাকবে। সরিষাবাড়িতে ইতোমধ্যে মাদকের অনেকটা হ্রাস হয়েছে উল্লেখ করে সরিষাবাড়ি থানার ওসিকে এটা পুরোপুরি উচ্ছেদ করার জন্য আহবান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন