কালসী রোডে গর্ত
কালসী সাংবাদিক কলোনির প্রধান ফটক সংলগ্ন কালসী প্রধান সড়কে বড় বড় গভীর গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে এই গর্তগুলি পানিতে ডুবে মরণ ফাঁদে পরিণত হয়। এ অবস্থা দীর্ঘদিনের হলেও তা মেরামতের কোনো উদ্যোগ না নেওয়ায় স্বভাবত প্রশ্ন, কাউন্সিলর বা ঢাকা উত্তর সিটি করপোরেশনের তাহলে দায়িত্বটা কী? উল্লেখ্য, মিরপুর-পল্ল-বীর অধিকাংশ সড়কই খানাখন্দে পূর্ণ।
মো. আলী হায়দার
পল্লবী, ঢাকা
মশার উৎপাতে নগরবাসী অতিষ্ঠ
রাজধানীতে যে হারে মশার উপদ্রব বেড়েছে তাতে মনে হয় ম্যালেরিয়া এবার ঘরে ঘরে ছড়িয়ে পড়বে। মশার দংশনে ঢাকা দক্ষিণের বাসিন্দারা অতিষ্ঠ। খানাখন্দে ভরা পুরান ঢাকার রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেই। সড়কবাতি জ্বলে না, জলাবদ্ধতা কে দূর করবে ওয়াসা না সিটি করপোরেশন? গর্তের কারণে পুরান ঢাকার সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। মশার যন্ত্রণায় ছেলেমেয়েরা ঠিকমতো লেখাপড়া করতে পারে না। মশার কয়েল স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। গরম ও শীত উভয় সময় মশা নিধনে কার্যকর কোনো উদ্যোগ না থাকায় মশা এখন শক্তিশালী। আগে দেশব্যাপী পরিছন্নতা অভিযান চালানো হতোÍবর্তমানে এ ধরনের কিছু চোখে না পড়ায় নগরবাসী উদ্বিগ্ন। ফলে মশার বংশবৃদ্ধির সুযোগও অবারিত। মশার জন্মরোধের ব্যবস্থা মশার উপদ্রব নিবারণের জন্য সর্বোত্তম করণীয়। আমরা আশা করি, ঢাকার উভয় সিটি করপোরেশন বিলম্ব না করেই মশকবিরোধী অভিযান শুরু করবে এবং সে অভিযান যাতে সত্যিকারভাবে ফলদায়ক হয় তাও নিশ্চিত করা হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো দরকার, নগরবাসীদের পরিচ্ছন্নতার ব্যাপারে উদ্বুদ্ধ করা দরকার। গ্রাউন্ড অপারেশন চালানোর ক্ষেত্রে এই বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করার কোনো বিকল্প নেই।
মাহবুবউদ্দিন চৌধুরী
১৭ ফরিদাবাদ-গেন্ডারিয়া, ঢাকা ১২০৪
যাত্রীছাউনির দুর্দশা
যশোর-নড়াইল মহাসড়কের ধলগারাস্তা বাসস্টপেজ একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত পয়েন্ট। দীর্ঘদিন ধরে এখানকার যাত্রীছাউনি বা যাত্রীদের বিশ্রামাগারটি মেরামতের অভাবে নাজুক অবস্থায় রয়েছে। বিদ্যমান টিনশেডটির অধিকাংশ জায়গায় ছিদ্র ও ভেঙে যাওয়ার ফলে রোদ অথবা বৃষ্টিতে এটি কোনো কাজে আসছে না। এই বর্ষা মৌসুমে বৃষ্টির সময় এখানে আশ্রয় নেওয়া যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। এ অবস্থায়, সংশি¬ষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন এই যেÍযাত্রীছাউনিটি আশু সংস্কার অথবা পুনর্র্নিমাণ করে জনদুর্ভোগ ঘোচান।
মো. তারেক আজিজ বাপ্পী
তুলারামপুর, নড়াইল
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন