ইউনিয়ন পরিষদের বাজেট
প্রতিবার ইউনিয়ন পরিষদে বাজেট ঘোষণা করা হয়। যেখানে বছরজুড়ে ইউনিয়ন পরিষদে বিভিন্ন কাজ হয়, সেখানে বাজেট ঘোষণার সঙ্গে কাজের মিল কতটুকু, তা বছর শেষে হিসাব নেওয়া জটিল। এতে জবাবদিহির ক্ষেত্রেও বড় ধরনের প্রশ্ন থেকে যায়। প্রতিবার বাজেট দেওয়ার সময় আলাদা বরাদ্দের কথা উল্লেখ থাকলেও বছর শেষে অনেক ক্ষেত্রে বাজেট ব্যবহার হয়ই না; আবার অনেক খাতে শেষও হয়ে যায়। এই বাজেট ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে পারলে কাজ আরও স্বচ্ছ ও গতিশীল হতে পারে। এই প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং প্রতিটি ইউনিয়নের ওয়েবসাইটে পুরো বাজেট ও অনুদান সংক্রান্ত সব তথ্য রাখা হোক। এ ব্যাপারটি হতে পারে তিন মাস অন্তর বাজেট বাস্তবায়ন মিটিং করার মাধ্যমেও, যেখানে উপস্থিত থাকতে পারেন উপজেলার নির্বাহী কর্মকর্তাও। আশা করি, কর্তৃপক্ষ এ ব্যাপারে দৃষ্টিপাত করবে।
সাঈদ চৌধুরী,
শ্রীপুর, গাজীপুর
ফুট ওভারব্রিজে ঝুলন্ত তার
মানুষের নিরাপদে রাস্তা পারাপার ও যানজট নিরসনের লক্ষ্যে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণ করা হয়েছে। এসব ওভারব্রিজ ব্যবহার করে পথচারীরা যেমন অনাকাঙিক্ষত দুর্ঘটনা থেকে রেহাই পাচ্ছেন, তেমনি গাড়ি থামানোর সিগন্যালের জন্য দাঁড়িয়ে না থেকে সময়ও বাঁচাতে পারছেন। আর ফুট ওভারব্রিজগুলো শহরের সৌন্দর্যের প্রতীক হিসেবে পরিগণিত হচ্ছে। কিন্তু ফুট ওভারব্রিজের গায়ে ঝুলানো বৈদ্রুৎতিক ও ডিশ অ্যান্টেনার ছড়ানো-ছিটানো তার পথচারীদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক, তা বলার অপেক্ষা রাখে না। এসব তারের মাধ্যমে আগুন লেগে ঘটতে পারে দুর্ঘটনা। তাই ফুট ওভারব্রিজ থেকে তার অপসারণের দাবি জানাই।
মোহাম্মদ অংকন
উত্তরা, ঢাকা
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন