রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

স্থানীয় বাজারে জুতা বাজারজাত করবে লিগ্যাসি ফুটওয়্যার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

স্থানীয় বাজারে জুতা বাজারজাতকরণের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। ডিএসই সূত্রে জানা গেছে, রপ্তানির পাশাপাশি কোম্পানির পর্ষদ দেশীয় বাজারে জুতা বাজারজাত ও বিক্রির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ‘লিগ্যাসি’ ব্র্যান্ডে এ জুতা বাজারজাত করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। দেশীয় বাজারে প্রতিদিন গড়ে ৩০০ জোড়া জুতা উৎপাদন ও বাজারজাতে ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটেগরির কোম্পানির অনুমোদিত মূলধন ৭৫ কোটি এবং পরিশোধিত মূলধন ১১ কোটি ৩৭ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা এক কোটি ১৩ লাখ ৭৩ হাজার ৮৯৬টি। কোম্পানির রিজার্ভে আছে ৭ কোটি ৭৭ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ৩০ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ছয় দশমিক ১৬ শতাংশ প্রাতিষ্ঠানিক, ছয় দশমিক ১২ শতাংশ বিদেশি ও ৫৭ দশমিক ৭২ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে। কোম্পানি ২০১৭ সালে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিলেও ২০১৫ ও ২০১৬ সালে কোনো লভ্যাংশ ঘোষণায় ব্যর্থ হয়। তার আগে ২০১৪ সালে ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন