পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বড়াল নদীর পার অবৈধভাবে দখল করে নিচ্ছে প্রভাবশালীরা। বাস স্ট্যান্ড থেকে শুরু করে মেন্দা গুচ্ছ গ্রাম পর্যন্ত নদীর পার মাটি ও বালি ফেলে ভরাট করে দখল করে ইমারত-দোকান গড়ে তোলা হচ্ছে। স্থানীয় ভূমি কর্মকর্তা-কর্মচারীদের সামনেই নদী দখল হলেও কার্যত: তারা চুপ করে আছেন। দিনে-রাতে ট্রলিতে করে মাটি , বালু, আর্বজনা ফেলে সরকারি খাস জমি নদীর পার ভরাট করা হচ্ছে । ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানানী দ্যুতি স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। পাবনার জেলা প্রশাসক তাকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে তাগিদ দিয়েছেন। খুব দ্রুত নদী দখল বন্ধ করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দখল উচ্ছেদে স্থানীয় প্রশাসন কাজ শুরু করেননি বলে জানা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন