সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাবনা -৫ সদর আসনে বিএনপি’র পুনরুদ্ধার ,আ’লীগের আসন দখলে রাখার নির্বাচনে ‘ সাঁই কোন খেলা খেলবেন।’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৮, ৫:০১ পিএম | আপডেট : ৫:০৯ পিএম, ২৫ নভেম্বর, ২০১৮

পাবনা সদর -৫ আসন । এই আসনের নির্বাচনে রয়েছে নানা সমীকরণ । দূর অতীতে এই আসনটি আওয়ামীলীগের দখলে ছিল । এম.পি ছিলেন ,(মরহুম) এ্যাড. আমজাদ হোসেন । নিকট অতীতে পাবনা মুজিব বাহিনী ও মুক্তি বাহিনীর প্রধান রফিকুল ইসলাম বকুল এম.পি নির্বাচিত হন। তিনি সবার কাছে ‘গুরু’ হিসেবে পরিচিত। বিএনপিতে যোগদানের পর এই আসনে এ.কে খন্দকারকে পরাজিত করে তিনি বিএনপি’র এম.পি হন। পরবর্তী সময়ে আসনটি বিএনপি- জোটের (বর্তমানে মানবতা বিরোধী যুদ্ধ অপরাধে বিচারাধীন) মাও: আব্দুস সোবহান এম.পি নির্বাচিত হন । তিনি দুই মেয়াদে এম.পি ছিলেন। মঈন উদ্দিন -ফখরুদ্দিনের ২ বছরের কেয়ার টেকার সরকারের হিসেবে শাসনকাল অবসান হলে নির্বাচনে বাঁধা ভাঙ্গা পানির ¯স্রোতের মত মানুষ ভোট কেন্দ্রে আসেন। এম.পি নির্বাচিত হন তরুণ প্রজন্মের আওয়ামীলীগের প্রবীণ রাজনৈতিক মোঃ আবু তালেব তালু হাজির পুত্র গোলাম ফারুক প্রিন্স। তিনি দ্বিতীয়বারও এম.পি নির্বাচিত হন। আওয়ামীলীগ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে চূড়ান্তভাবে মনোনীত করেছেন। নৌকার কান্ডারী তরুণ প্রজন্মের গোলাম ফারুক প্রিন্সের সাথে নির্বাচনী লড়াইয়ে বিএনপি’র কোন প্রার্থী আসছেন তা এখনও চূড়ান্তভাবে প্রচারিত হয়নি। তবে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত বিশেষ সহকারী এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাসের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছেন, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ খান মন্টু ও সাধারণ সম্পাদক ইঞ্জি: হাবিবুর রহমান তোতা । বিএনপি পাবনা জেলার দায়িত্বশীল এক নেতা জানান, শিমুল বিশ্বাসকে পাবনা সদর-৫ আসনে মনোনয়ন দেওয়া বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শুধু কেন্দ্রীয়ভাবে ঘোষণা বাকি। তাহলে নৌকা প্রতীকের সাথে লড়াই হচ্ছে , ধানের শীষ প্রতীকের শিমুল বিশ্বাসের । আগেই উল্লেখ করেছি, এই আসনের নির্বাচন আগাগোড়াই ভিন্ন সমীকরণ মাত্রায় চলে। সাধারণ মানুষ বলছেন, ‘সাঁই কোন খেলা খেলবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন