রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

১৪৯ ময়মনসিংহ-৪ সদর আসন ধানের শীষে লড়বেন ড্যাব মহাসচিব ডা. জাহিদ

মো. শামসুল আলম খান | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৮, ৯:১১ পিএম

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ময়মনসিংহ-৪ সদর আসনে ধানের শীষ প্রতিকে ভোটে লড়বেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা: আবু জাফর মো: জাহিদ হোসেন। সোমবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
চিঠির সত্যতা নিশ্চিত করে ড্যাব (ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ) মহাসচিব ডা: আবু জাফর মো: জাহিদ হোসেন জানান, ১৪৯ ময়মনসিংহ-৪ সদর আসনে বিএনপির দলীয় মনোনয়ন যৌথ ভাবে চূড়ান্ত হয়েছে। কোন কারনে আমি নির্বাচন না করতে পারলে এ আসনে ধানের শীষ প্রতিকের প্রার্থী হবে দক্ষিণ জেলা বিএনপির সাধারন সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
এবিষয়ে ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, দু:সময়ে মাঠের নেতাদের ম্যল্যায়ন করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাল্লাহ এ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।
জানাযায়, মহাজোট থেকে এ আসনে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ। এবারও এ আসনে তিনি মহাজোটের প্রার্থী হচ্ছেন বলে দাবি করেন জেলা জাতীয় পার্টির নেতারা। তাদের মতে, ইতিমধ্যে ময়মনসিংহের সব আসনে আওয়ামীলীগের প্রার্থী চূড়ান্ত হলেও সদর আসনে কারো নাম ঘোষনা করা হয়নি।
সূত্রমতে, ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের মধ্যে এ রির্পোট লেখা ( রাত পৌনে ৯টা) পর্যন্ত ময়মনসিংহ-৪ সদর আসন ব্যতিত অন্য আসনগুলোর বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। তবে সোমবার রাতের মধ্যে ময়মনসিংহ বিভাগের দলীয় মনোনয়ন চূড়ান্ত হবেন বলে নিশ্চিত করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন