শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুমিল্লা-১১ চৌদ্দগ্রামে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ডা. তাহেরের মনোনয়ন দাখিল

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৮, ৪:২৬ পিএম

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২৩ দলীয় জোটের মনোনীত প্রার্থী এবং সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহেরের পক্ষে মনোনয়ন পত্র জমা দেয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শেখ শহীদুল ইসলামের হাতে এ মনোনয়ন পত্র জমা দেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আখতারুজ্জামানের নেতৃত্বে উপজেলা জামায়াত নেতৃবৃন্দ। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার ভুমি দীপন দেবনাথ, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন এবং প্রার্থীর পক্ষে চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক রফিউদ্দিন সিদ্দিকী, জামায়াত নেতা আবদুর রহিম, জয়নাল আবেদীন, মহসিন কবির, শিবির নেতা এমরান হোসেন ভুঁইয়া প্রমুখ। এরপর নেতৃবৃন্দ জেলা রিটার্নিং অফিসার আবুল ফজল মীরের নিকটও মনোনয়ন পত্র জমা দেন।
চৌদ্দগ্রামে মনোনয়ন পত্র দাখিল শেষে বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি জানান, আগামী ৩০ ডিসেম্বর চৌদ্দগ্রামের জনপ্রিয় নেতা ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহেরকে জনগণ ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য, ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে লক্ষাধিক ভোটে এমপি নির্বাচিত হয়েছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন