শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মীরসরাইয়ে গৃহায়ন ও গনপূর্তন্ত্রীর মনোনয়নপত্র জমা দান

মীরসরাই (চট্টগ্রাম ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৮, ৪:৫৮ পিএম

চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকের মনোনয়নপত্র জমা দেন গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন । মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন উক্ত মনোনয়নপত্র গ্রহন করেন। এসময় হাজার হাজার নেতাকর্মী তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে উপজেলা প্রাঙ্গনে ভীড় করলে ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নির্বাচনী আচরনবিধী মানতে উল্টো সবাইকে নিশ্চুপ থাকরে অনুরোধ করেন। এখানে কৌশল বিনিময় ও না করার বিনীত অনুরোধ করেন। তিনি নীরবে শুধু হাত নেয়ে নীরবে এর প্রতিত্যুর দেন সবাইকে।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রাকিবুজ্বামান রেনু, উপজেলা প্যানেল চেয়ারম্যান ইয়াসমিন আক্তার কাকলী, এএসপি সার্কেল সামছুদ্দিন, মীরসরাই থানার ওসি জাহিদুল কবির প্রমুখ। মনোনয়নপ্রার্থীর সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারন সম্পাদক জাহাঙ্গির কবির চৌধুরী, উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, আলহাজ্ব মহিউদ্দিন রাশেদ, খুরশীদ আলম আজাদ, আজহারুল হক চৌধুরী প্রমুখ ব্যক্তিগন।
কোন নির্ধারিত কর্মসূচি না থাকলে ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মনোনয়নপত্র জমা দিবেন তাই হাজার হাজার নেতাকর্মী উপজেলা প্রাঙ্গনে সমবেত হয়। অনেকটা নিরুপায় হয়ে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ সবাকে সতর্ক করেন কোন ভাবে যেন নির্বাচনী আচরন বিধী লংঘন না হয়। সকলে দ্রুত সকল নেতাকর্মীকে অনুরোধ করেন কোন প্রকার মিছিল বা উপজেলা প্রাঙ্গনে জমায়েত কমিয়ে নিতে। মানুষের এমন ভালবাসা দেখে গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী সবাইকে শুধু হাত নেয়ে শুভেচ্ছা জানিয়ে নীবতার সাথে শৃংখলা রক্ষায় অনুরোধ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন