প্রাপ্ত তথ্যে জানা গেছে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত নুরুল আমিন চেয়ারম্যান বুধবার ( ২৮ নভেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে দলের নেতৃবৃন্দ থেকে জানা গেছে।
তবে বিভিন্ন সূত্রে জানা গেছে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন ৩ জন। এরা হলেন, মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃত) ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক নুরুল আমিন , চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি কামাল উদ্দিন আহমেদ ও মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ সভাপতি লায়ন মনিরুল ইসলাম ইউসুফ। এই তিন জনের মধ্যে নুরুল আমিন চেয়ারম্যান মনোনয়নপত্র জমাদানের খবর জানা গেলে ও বাকি দুইজনের বিষয়ে কোন তথ্য জানা যায়নি।
মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর হাত থেকে এই তিনজন মনোনয়নপত্র পেয়েছেন । দলের সিদ্ধান্ত মোতাবেক এই প্রার্থী থেকে ২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করার পর একজন প্রার্থী থাকবে বলে জানা গেছে। বিএনপির এই ভিন্নধর্মী নির্বাচনী কৌশল নিয়ে নেতাকর্মী সহ সর্ব মহলে নানা গুঞ্জন চলমান।
দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নুরুল আমীন বলেন, ‘মীরসরাই বিএনপির দূর্দিনের তৃণমূল নেতা-কর্মীদের সাথে ছিলাম এবং আসন্ন সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই। আমি দলীয় হাইকমান্ডের কাছে কৃতজ্ঞ, তারা আওয়ামীলীগ সরকারের আমলে বিগত দশ বছরের আন্দোলন সংগ্রামের বিষয়টি গুরুত্ব দিয়ে তৃনমূলের নেতা-কর্মীদের মনের ভাষা বুঝতে পেরে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি ইনশাআল্লাহ দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই নির্বাচনী আন্দোলনে বিপুল ভোটে বিজয়ী হবো। বিএনপির মনোনয়ন বিষয়ে মীরসরাই থেকে ২বার নির্বাচিত সাবেক এমপি এম এ জিন্নাহ বলেন, বড় দলে প্রতিযোগিতা থাকবে। এই নির্বাচন জানমাল রক্ষার একটি আন্দোলন। এই নির্বাচনে প্রার্থী নয়, দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে ঘরে ঘরে কাজ করে প্রার্থীকে বিজয়ী করতে হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন