সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

৮ প্রার্থীর ৩ জনকেই চিনেন না ভোটাররা!

কুমিল্লা-১১

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

কুমিল্লা-১১(চৌদ্দগ্রাম) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সব রাজনৈতিক দল সরব রয়েছে। ভোটারদের দাবি-এখানে মহাজোট ও জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। উভয় জোট ইতোমধ্যে কেন্দ্র কমিটিসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে জেলা রিটার্নিং অফিসার আবুল ফজল মীর ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ শেখ শহীদুল ইসলামের নিকট মোট ৮ ব্যক্তি মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়ন দাখিলকারীরা হলেন আ.লীগের রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব, ঐক্যফ্রন্টের ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বিএনপির কাজী নাসিমুল হক, জাতীয় পার্টির আলহাজ্ব খায়েজ আহমদ ভুঁইয়া, জাকের পার্টির তাজুল ইসলাম বাবুল, বাংলাদেশ বিকল্পধারার মাওলানা শামসুল হক জিহাদী, গণফোরামের আব্দুর রহমান জাহাঙ্গীর এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়া। এর মধ্যে তাজুল ইসলাম বাবুল, মাওলানা শামসুল হক জিহাদী, আব্দুর রহমান জাহাঙ্গীরকে চিনেন না ভোটাররা। মনোনয়নপত্র দাখিলের আগে তাদেরকে দলের পক্ষ থেকে কোন সভা, সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানেও দেখা যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন