রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পঞ্চগড়ের দুটি আসনে বিএনপি মনোনিত দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

পঞ্চগড় জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৮, ৫:২১ পিএম

পঞ্চগড়ের দুটি আসনে বিএনপি মনোনিত দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। পৌরসভা মেয়রের পদ থেকে পদত্যাগ না করায় পঞ্চগড়-১ আসনে বিএনপির মনোনিত তৌহিদুল ইসলাম এবং ত্রুটিপূর্ণ মনোনয়ন দাখিল করায় পঞ্চগড়-২ আসনে বিএনপির মনোনিত ফরহাদ হোসেন আজাদের মনোনয়ন বাতিল করা হয়। রোববার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে পঞ্চগড়-১ আসনে ৮ জন এবং পঞ্চগড়-২ আসনে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন রিটার্নিং অফিসার সাবিনা ইয়াসমিন।
জেলা রিটার্নিং অফিস সূত্র জানায়, মনোনয়ন দাখিলকারী প্রার্থী এবং প্রস্তাব ও সমর্থনকারীদের উপস্থিতিতে যাচাই বাছাই কার্যক্রমে পঞ্চগড়-১ আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ৮ জনের এবং পঞ্চগড়-২ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়। পঞ্চগড়-১ আসনে বিএনপির মনোনিত প্রার্থী পঞ্চগড় পৌরসভা মেয়র পদ থেকে পদত্যাগ না করে মনোনয়নপত্র দাখিল করায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়। এই আসনে বৈধ প্রার্থীরা হলেন, মো. মজাহারুল হক প্রধান (আওয়ামীলীগ), বর্তমান সংসদ সদস্য নাজমুল হক প্রধান (স্বতন্ত্র), ব্যারিস্টার নওশাদ জমির (বিএনপি), আল রাশেদ প্রধান (জাগপা), মো. আব্দুল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), সুমন রানা (জাকের পার্টি), হাবিবুর রহমান (ন্যাশনাল পিপলস পার্টি) এবং আবু সালেক (জাতীয় পার্টি)।
অন্যদিকে পঞ্চগড়-২ আসনে ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র জমা দেওয়ায় বিএনপি মনোনিত প্রার্থী ফরহাদ হোসেন আজাদের মনোনয়নপত্রটি বাতিল করা হয়। এই আসনে বৈধ প্রার্থীরা হলেন, বর্তমান সংসদ সদস্য নূরুল ইসলাম সুজন (আওয়ামীলীগ), নাদিরা আকতার (বিএনপি), ব্যারিস্টার তাসমিয়া প্রধান (জাগপা), ফয়জুর রহমান মিঠু (ন্যাশনাল পিপলস পার্টি), কামরুল হাসান প্রধান (ইসলামী আন্দোলন বাংলাদেশ) আশরাফুল আলম (সিপিবি) এবং লুৎফর রহমান রিপন (জাতীয় পার্টি)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন