শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কক্সবাজার সদরে বৈধতা পেল বিএনপির প্রার্থী কাজলের মনোনয়নপত্র

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৮, ৬:১৪ পিএম

কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে বিএনপি তথা ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজলের মনোনয়নপত্র বৈধতা পেয়েছে।
রবিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শুনানী শেষে তার প্রার্থীতা বৈধ বলে ঘোষণা দেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী।
এর আগে সকালে মনোনয়নপত্র বাছাইকালে আওয়ামী লীগের প্রার্থী সাইমুম সরওয়ার কমল ও তাঁর লিগ্যাল এডভাইজার মনোনয়নপত্র বাছাই চলাকালে লুৎফুর রহমান কাজলের আয়কর প্রদান সংক্রান্ত একটি অভিযোগ তুলেন।
তাদের অভিযোগ আমলে নিয়ে তথ্য, আইনগত বিষয়াদি অধিকতর যাচাই বাছাই করতে বিকাল সাড়ে চারটা পর্যন্ত সময় দেন রিটার্নিং অফিসার।
দীর্ঘ সময় ধরে শুনানীতে সব ঠিকঠাক থাকায় লুৎফুর রহমান কাজলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা দেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন