রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শেরপুরে বিএনপির সেক্রেটারীসহ ৭জনের মনোনয়ন বাতিল

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৮, ৭:৩৫ পিএম

শেরপুর জেলার তিনটি আসনে ২২ প্রার্থীর মধ্যে জেলা বিএনপিসাধারণ সম্পাদকসহ ৭জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এরমধ্যে শেরপুর-১ সদর আসনে জেলা বিএনপিসাধারণ সম্পাদক হযরত আলীর মনোনয়ন বাতিল হয় ঋণ খেলাপির কারণে। বিএনপির অপর দুই প্রার্থী সফিকুল ইসলাম মাসুদ ও ফজলুল কাদের লুটুর দলীয় মনোনয়ন না থাকায় মনোনয়ন বাতিল হয়ে যায়। শেরপুর -২ (নকলা-নালিতাবাড়ী) আসনে নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ পত্র গৃহীত হওয়ার কাগজ উপস্থাপন করতে না পারায় তার মনোনয়ন অবৈধ হিসেবে বাতিল করা হয়। শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে সঠিক কাগজপত্র না থাকায় স্বতন্ত্র প্রার্থী সরোয়ার বাহাদুর, ইন্তাজ আলী ও পিডিপির আবু বক্কর সিদ্দিকীর মনোনয়ন বাতিল করে জেরা রিটার্নিং অফিসার। আজ ২ ডিসেম্বর সন্ধ্যায় জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এটএম জিয়াউল ইসলাম এ তথ্য জানান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এ জেড এম মোর্শেদ, এহসানুল হক মামুন ও জন কেনেডি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন