রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নেত্রকোনায় বিএনপির দু’জনসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৮, ৭:৪০ পিএম

ঋণ ও বিলের বরখেলাফ, ভুল স্বাক্ষর, ত্রুটিপূর্ণ তথ্যসহ নানা অসঙ্গতির কারণে জেলার পাঁচ আসনে মোট ১২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মনোনয়নপত্র বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার মঈনউল ইসলাম এসব প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে দলীয় মনোনয়ন পত্র না থাকায় আওয়ামী লীগের শাহ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল ও এরশাদুর রহমান মিন্টু, শিক্ষাগত যোগ্যতার তথ্যে অসঙ্গতি থাকায় এলডিপি মনোনীত প্রার্থী এম এ করিম আব্বাসী ও খেলাফত মজলিশের আব্দুল কাইয়ুম খান, হলফ নামায় স্বাক্ষর না থাকায় মুসলিম লীগের নজরুল ইসলাম, টেলিফোন বিল খেলাফের কারণে জাকের পার্টির মোস্তফা জামান আব্বাছের মনোনয়ন পত্র বাতিল করা হয়। জেলা পরিষদের সদস্য পদ থেকে অব্যাহতি না নেয়ায় নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে বাতিল করা হয় জাতীয় পার্টির প্রার্থী আসমা সুলতানার মনোনয়নপত্র। একই আসনে ভুল তথ্যের কারণে স্বতন্ত্র প্রার্থী এজাজুল হকের মনোনয়ন পত্রটিও বাতিল হয়। এদিকে এক শতাংশ ভোটারের স্বাক্ষরে অমিল থাকায় নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসনের স্বতন্ত্র প্রার্থী শফী আহমেদের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরের অমিল থাকায় বাতিল করা হয় বিএনপি মনোনীত দুই প্রার্থী আবু তাহের তালুকদার ও রাবেয়া খাতুনের মনোনয়নপত্র। এছাড়া ঋণ খেলাফ ও এক শতাংশ ভোটারের স্বাক্ষরের অমিল থাকায় ওই আসনের স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেনের মনোনয়ন পত্রও বাতিল বলে ঘোষিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন