শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংসদ নির্বাচন

বিএনপি নেতা-কর্মী ইরফানে উজ্জীবিত

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ঢাকা-২ আসনে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি প্রার্থী হওয়ায় বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকরা উজ্জিবীত হয়ে উঠেছে। তরুন মেধাবী নতুন এই প্রার্থীকে পেয়ে সব বয়সের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দ উচ্ছ¡াস ছড়িয়ে পড়েছে। ব্যাপক উৎসাহ উদ্দিপনা নিয়ে দলের নেতা-কর্মী এখন দলে দলে তরুন প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির ডাকে সাড়া দিচ্ছেন। দলের অনেক ঝিমিয়ে পড়া নেতা-কর্মীও ব্যাপক আগ্রহ ও উৎসাহ নিয়ে তরুন এই প্রার্থীর ডাকে দলীয় সব কর্মসুচীতে যোগ দিচ্ছে। 

বিএনপির ঘাঁটি হিসাবে স্বীকৃত এ আসনটি পুনরায় উদ্ধারের জন্য কেরানীগঞ্জের ৭টি ইউনিয়ন, কামরাঙ্গীরচর ও সাভারের ভাকুর্তা, তেতুলঝরা, আমিন বাজারের বিএনপি নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে তরুন এই নেতার নেতৃত্বে পুরোদমে কাজ শুরু করেছেন। মেধাবী এই তরুন প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, সাবেক ঢাকা-৩ আসন থেকে চারবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক ডাকসুর ভিপি ও সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমানের ছেলে। তার প্রার্থীতা বৈধ ঘোষনা হওয়ায় গত সোমবার আটি ভাওয়াল এলাকায় কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনুর বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে ব্যাপক সংখ্যক নেতা-কর্মী উপস্থিত হন। এ সময় প্রধান অতিথি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি সবার সাথে কুশলবিনিময় করেন এবং নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এর আগে ঢাকা জেলা প্রশাসকের কাছে তার মনোনয়নপত্র জমা দেয়ার পরে গত শুক্রবার তিনি গ্রামের বাড়ি হযরতপুরে আসেন। এ সময় ব্যাপক সংখ্যক বিএনপি নেতা-কর্মী তার বাড়িতে উপস্থিত হয়। পরে দুপুরে বাইতুল আমান জামে মসজিদে জুম্মা নামাজ আদায় করে সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন। তরুন এই নেতা লন্ডনে ব্যারিস্টারি পড়া অবস্থায় যুক্তরাজ্য শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন। ২০১৭ সালে তিনি ঢাকা জেলা বিএনপির সহ সভাপতি পদ লাভ করেন। আধুনিক কেরানীগঞ্জের রুপকার আমান উল্লাহ আমানের যোগ্য উত্তরসুরী হিসেবে তার মনোনয়নপত্র জমা দেয়া এবং বৈধতা পাওয়ার মাধ্যমে তিনি ঢাকা-২ আসনের সর্বস্তরের মানুষের মাঝে সাড়া ফেলে দিয়েছেন। রাজনীতিতে আসার বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বাবার অনুপ্রেরনায় তিনি রাজনীতিতে এসেছেন। বিশেষ করে তার বাবার অসমাপ্ত কাজগুলো করার জন্য তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন। তার বাবা ১৯৯১ সাল থেকে কেরানীগঞ্জের মানুষের সাথে যেভাবে কাজ করেছেন, তিনিও সেভাবে কাজ করবেন। তিনি নির্বাচিত হলে কেরানীগঞ্জসহ তার নির্বাচনী এলাকায় সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত বেকারত্ব দুর করাসহ নানা জনকল্যানমুলক কাজ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন, তার বাবাই কেরানীগঞ্জে বুড়িগঙ্গার ওপর বাবুবাজার ,বছিলা ও ইটাভাড়া ব্রীজ নির্মাণ করেন। পানগাঁও অভ্যন্তরীন কন্টেইনার পোর্ট, বিসিক শিল্পনগরী, হযরতপুর কারিগরি শিক্ষা কেন্দ্র, জিনজিরা, হযরতপুর ও কোন্ডায় ২০ ও ১০ শয্যা বিশিষ্ট তিনটি হাসপাতাল, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন রাস্তাঘাট, স্কুল-কলেজ নির্মাণ করেছেন। কেরানীগঞ্জকে বাতির নীচে অন্ধকার অবস্থা থেকে তার বাবাই আলোতে নিয়ে এসেছেন। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি সভাপতি মনির হোসেন মিনু বলেন, আমান উল্লাহ আমানের যোগ্য উত্তরসুরী হিসেবে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিকে সাদরে আমরা গ্রহন করে নিয়েছি। ইতিমধ্যে বিএনপিসহ সর্বস্তরের মানুষের মাঝে সাড়া ফেলে দিয়েছেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন