রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাবনা ৩ আসনে কে পাবেন ধানের শীষ

আফতাব হোসেন, চাটমোহর (পাবনা) থেকে | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৮, ৬:৩৭ পিএম

একাদেশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে কে পাবেন ধানের শীষ তা নিয়ে চলছে জল্পনা কল্পনা আর ব্যাপক উৎকন্ঠা। আর মাত্র ক’দিন পরই সব জল্পনা কল্পনার অবসান হলেও এলাকাবাসীর মনে এখন চরম উৎকন্ঠা আর চলছে জল্পনা কল্পনা। একাদেশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে বিএনপি ৭জন মনোনয়ন ফরম উত্তোলন করেছিলেন। শেষ পর্যন্ত ৩জনকে বিএনপি হতে চিঠি দেয়া হয়। তাঁরা হলেন বিএনপির কেন্দ্রীয নির্বাহী কমিটির সদস্য, চাটমোহর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম, বিমান বাহীনির সাবেক প্রধান ফরিদপুর উপজেলার ফখরুল আজম রনি এবং চাটমোহর উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ হাসাদুল ইসলাম হীরা। হাসাদুল ইসলাম হীরার মনোনয়ন বাতিল করা হলেন তিনি আপিল করেন। আপিলে হাসাদুল ইসলাম হীরার মনোনয়ন ফিরে পান। এখন এই তিন জনের মধ্যে কে পাবেন ধানের শীষ তা নিয়ে এলাকায় চলছে নানা জল্পনা কল্পনা। পাবনা জেলার মধ্যে এটি সবচেয়ে বড় আসন। চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা, ভাঙ্গুড়া উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং ফরিদপুর উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে পাবনা-ত এলাকা গঠিত। এ আসনটি এক সময়ে আঃলীগের দূর্গ বলে খ্যাত ছিল। আঃলীগ তার আসনটি ধরে রাখতে চায় এবং অপরদিকে বিএনপি হারানো আসন পূনঃদ্ধার করতে স্বচেষ্ট। উভয় দলে রয়েছে বেশ কোন্দল। কর্মকান্ডের গতিশীলতা, তৃর্ণমূল পর্যায়ে দলীয় এবং নিজের ভীত মজবুত, শৃংখলা ফিরিয়ে আনতে সবাই তৎপর। আগামী নির্বাচনে কে পাবেন ধানের শীষ মনোনয়ন নামক সোনার হরিণ তা এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন