ঢাকা-৩ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী আলহাজ্জ সুলতান আহমেদ খানের প্রার্থীতা নির্বাচন কমিশনে অবশেষে বহাল রাখা রয়েছে। আজ শুক্রবার(০৭ডিসেম্বর) নির্বাচন কমিশনে আপিল শুনাননি শেষে তার প্রার্থীতা বৈধ ঘোষনা করে বহাল রাখা হয়। ঢাকা-৩ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী আলহাজ্জ সুলতান আহমেদ খান তার প্রার্থীতা বহাল রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি ঢাকা-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসার কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভ’মি) মতিউর রহমান শামীমের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যেই তার মােনানয়পত্র জমা দিয়েছিলেন। গত ২ডিসেম্বর ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের অফিস কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে তার মনোনয়নপত্রের গ্র্যান্টারের ব্যাংক ঋনখেলাপির অভিযোগে মনোনয়নপত্রটি বাতিল ঘোষনা করা হয়। পরে তিনি ওই গ্র্যান্টারের ব্যাংক ঋন পরিশোধ করে নির্বাচন কমিশনে আপিল করেন। ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহসভাপিত ও দক্ষিন কেরানীগঞ্জ থানা কমিটির সভাপতি আলহাজ্জ সুলতান আহমেদ খানের প্রার্থীতা নির্বাচন কমিশনে আপিলে বহাল হওয়ায় নেতা-কর্মীরা এখন শস্তি ফিরে পেয়েছে। এব্যাপারে আলহাজ্জ সুলতান আহমেদ খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মনোনয়নপত্রে আমি যাকে গ্র্যান্টার হিসেবে তার নাম দিয়েছিলাম সে ব্যাংক ঋনখেলাপী ছিলেন । কিন্তু আমি এই বিষয়টি জানতাম না। মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ঘটনাটি আমি জানতে পারি। পরে ওই ব্যাক্তির ব্যাংক ঋন দ্রুত পরিশোধ করে আমি নির্বাচন কমিশনে আপিল করি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন