আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরে ৪টি আসনে আওয়ামীলীগ (মহাজোট) ও বিএনপি (ঐক্যজোট) এর প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। লক্ষ্মীপুরের ৪টি আসনে আওয়ামীলীগ থেকে ১টি,বাকি ৩টি আসন মহা-জোটকে এবং বিএনপি থেকে ২টি আসন আর ২টি আসন ঐক্য জোটকে দেয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়,আওয়ামীলীগ থেকে লক্ষ্মীপুর ৩ সদর আসনে বিমান মন্ত্রী এ কে এম শাজাহান কামাল, লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনে মহাজোট থেকে তরিকত ফেডারেশনের আনোয়ার হোসেন খাঁন, লক্ষ্মীপুর ২ রায়পুর ও সদর আংশিক আসনে মহাজোট থেকে জাতীয় পার্টির মোহাম্মদ নোমান, লক্ষ্মীপুর ৪ রামগতি ও কমল নগর আসনে মহাজোট থেকে বিকল্প ধারার মেজর (অবঃ) আবদুল মান্নানকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে।
বিএনপি থেকে লক্ষ্মীপুর ৩ সদর আসনে সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, লক্ষ্মীপুর ২ রায়পুর ও সদর আংশিক আসনে সাবেক এমপি আবুল খায়ের ভূইয়া, লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনে ২০দলীয় জোট (ঐক্যজোট) থেকে এলডিপির শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর ৪ রামগতি ও কমল নগর আসনে ঐক্যজোট থেকে সাবেক মন্ত্রী জে এস ডির সভাপতি আ স ম আবদুর রবকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে।
দলীয় সূত্র আরো জানায়, রোববার আওয়ামীলীগ,বিএনপি ও জোটের অন্যান্য প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নিবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন