শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিএনপি-জামায়াত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে -খাদ্যমন্ত্রী

কেরানীগঞ্জ (ঢাকা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৮, ৫:১৩ পিএম

খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি –জামায়াত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। নির্বাচনের দিন তারা হানাহানি করার চেষ্টা চালাবে। কিন্তু আইন শৃংখলা বাহিনী সদা তৎপর থাকবে। বিএনপি একটি সন্ত্রাসী দল। একাদশ জাতীয় সংসদ নির্বাচন আনন্দঘন পরিবেশ অনুষ্টিত হবে। মানুষের মাঝে এখন নির্বাচনী জোয়ার দেখা দিয়েছে। ১৯৭০সালে যেভাবে নির্বাচন হয়েছিল এবারের নির্বাচন সেরকমভাবেই হবে। তিনি আজ রোববার দুপুরে ঘাটারচর এলাকায় লাবনী রেষ্টুরেন্টে এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তবে একথা বলেন। মন্ত্রী বলেন,বিএনপি দেশের জন্য কোন কাজ করেনি। তাদের সময় দেশের মানুষ অনাহারে ,অর্ধহারে থাকতো। বিএনপি বিদেশীদের সাথে গ্যাস দেয়ার চুক্তির মাধ্যমে ক্ষমতায় এসেছিল। কিন্তু ক্ষমতায় এসে তারা গ্যাস দিতে পারেনি। জিয়াউর রহমান অবৈধভাবে রাষ্টীয় ক্ষমতা দখল করে অনেক যুদ্ধাপরাধীদের কারাগার থেকে মুক্তি দিয়েছিলেন। তিনি এদেশে সাম্প্রদায়িক রাজনীতি শুরু করেন। কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর শ্লোগান হচ্ছে ধর্ম যারযার উৎসব সবার। তিনি বলেন, আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু মুক্তি অর্জন করতে পারি নাই । কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন আমরা পুরোপুরি মুক্তি অর্জন করতে পেরেছি। উচ্চ আদালতের বিচারের মাধ্যমে বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসি কার্যকর করে জাতী আজ কলংকমুক্ত হয়েছে। খাদ্যমন্ত্রী বলেন, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই শ্লোগানে বিশ্বাস করি না। আমার শ্লোগান হচ্ছে আমার ভোট আমি দেব উন্নয়নের পক্ষে দেব,মুক্তিযুদ্ধের পক্ষে দিব। নির্বাচনে যারা কারচুপির কথা বলে তারা বেকুব। তথ্যপ্রযুক্তি ও মিডিয়ার যুগে নির্বাচনে কারচুপি করার কোন সুযোগ নাই । দেশে এত মিডিয়া থাকতে এখন বিদেশি পর্যবেক্ষকদের দরকার নাই। কামরুল ইসলাম বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভ’তপুর্ব উন্নয়ন হয়েছে।বিদেশীরা এখন বাংলাদেশকে শ্রদ্ধার চোখে দেখে।। বিশ্বের ১০০জন মহীয়িসী নারীর মধ্যে শেখ হাসিনার অবস্থান ২৬তম। দেশে এখন আর কোন গরীব নাই। এখন প্রতিবছর ৪কোটি মেট্রিকটন খাদ্য উৎপাদন হয়। আমরা এখন খাদ্যে স্বয়ং সম্পুর্ন। ঢাকা-২ আসনের সংসদ সদস্যের নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির আহবায়ক শফিউল আজম খান বারকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রীর সহধর্মীনি তায়েবা ইসলাম, ছেলে ডাঃ তানজিল ইসলাম ওয়াদিদ, সদস্য সচিব ইউসুফ আলী চৌধুরী সেলিম, আ’লীগ কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক মোঃ আলতাফ হোসেন বিপ্লব,এ্যাডভোকেট এনামুল হক, হযরতপুর ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক মোঃ আলাউদ্দিন, সমন্বয় কমিটির সদস্য হাজী মোঃ আলাউদ্দিন ও আবুল হাসান মোস্তান প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন