শুক্রবার, ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ব্যালটে বিএনপির অত্যাচারের জবাব দেবে ভোটাররা ভোলায় বাণিজ্যমন্ত্রী

ভোলা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে বিএনপির আমলের অত্যাচার নির্যাতনের জবাব দিবে ভোটাররা। গতকাল সোমবার সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শেষে সাংবদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বিএনপির সময় সব বড় প্রকল্পগুলো বন্ধ করে দিয়ে হয়েছিলো। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে সব বড় বড় প্রকল্প চালু করেছে। দেশীয় খরচে পদ্মা সেতুর কাজ করছে। পায়রা বন্দর করেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে ভোলা নদী ভাঙনরোধে ২২ শত কোটি টাকা কাজ চলমান রয়েছে।

এসময় তিনি নির্বাচনী ইশতেহার নিয়ে বলেন ২০০৮ সালে আমরা দিন বদলের অঙ্গীকার করেছিলাম। ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী। ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তি হবে। এই বিষয়গুলোকে সামনে রেখে এবার যে নির্বাচনী ইশতেহার দিবে তা হবে ঐতিহাসিক। একটি সরকার বারবার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন তরান্বিত হয় বলে তিনি মন্তব্য করেন। ইতিমধ্যে গ্রাম শহরে রুপান্তর হয়েছে। মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি আমরা। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, যুগ্ম-সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন