শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সরিরষাবাড়ীতে বিএনপির সমাবেশ পন্ড

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৮, ৪:৫৮ পিএম

জামালপুর ৪ সরিষাবাড়ী আসনের ধানের শীষ প্রতীক প্রার্থী জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের মঙ্গলবারের সানাকইরের জনসমাবেশ পন্ড হয়ে গেছে। একই স্থানে ক্ষমতাসীন আওয়ামী দলীয় সমাবেশও পন্ড। বিএনপি ও আওয়ামী লীগের একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম মহাদান ইউনিয়নের সানাকইর আইডিয়াল কলেজ মাঠে বেলা ২টায় নির্বাচনী সমাবেশ করার প্রস্তুতি সম্পন্ন করে। ঐ একই স্থানে একই সময়ে ইউনিয়ন আওয়ামী লীগও সমাবেশের প্রস্তুতি নেয়। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ সমাবেশ স্থলে গিয়ে দেখে পরিস্থিতি ভালনা। তাই পুলিশ ঐ স্থানে সমাবেশ করতে নিষেধ করে উভয় দলকে। এ ব্যাপারে জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী আসনের বিএনপি দলীয় প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম জানান, সোমবার প্রতীক বরাদ্দ হয়েছে, ঐদিনই বিধি মোতাবেক বেলা ২টায় আমরা ২টি প্রচার মাইক পাঠাই, সন্ধ্যায় আওয়ামী দলীয় ক্যাডারেরা শিমলা বাজারে ও চাপার কোনায় দুটি প্রচার মাইক ই ভাংচুর করে। আজ প্রতীক বরাদ্দের ২য় দিনে আমরা মহাদান ইউনিয়নে সমাবেশের আয়োজন করলে আওয়ামী লীগ তা প্রতিহত করে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমত আলী মাষ্টারের সাথে কথা হলে তিনি জানান,মহাদান ইউনিয়নে বিএনপির কোন সমাবেশ করতে দেয়া হবেনা। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমানের সাথে এ ব্যাপারে কথা হলে তিনি জানান, সানাকইরে কোন সমাবেশ ছিলনা। এদিকে সরিষাবাড়ী প্রশাসনের প্রধান দুই ব্যাক্তি উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম রিমেল ও সহকারী কমিশনার ভূমি কামরুন্নাহারের সাথে এ ব্যাপারে মোবাইলে যোগাযোগ করতে চাইলে তাদেরকে পাওয়া যায় নাই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন