শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মহানগর

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্রকে সুসংহত করতে পারে- গয়েশ্বর চন্দ্র রায়

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৮, ৯:৩০ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্রকে সুসংহত করতে পারে। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা থাকলেই মানুষের বাকস্বাধীনতা থাকে এবং আইনের শাসন প্রতিষ্ঠা হয়। তিনি আজ মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জের জিনজিরা বিএনপির পার্টি অফিসে সাংবাদিক সম্মেলনে একথা বলেন। তিনি আরো বলেন,আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই। নির্বাচিত জনপ্রতিনিধির সরকার চাই। তাই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমরা মাঠে নেমেছি ভোট যুদ্ধে। আমরা আশা করেছিলাম নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করবে। কিন্তু বাস্তবে তা দেখা যাচ্ছে না। পুলিশ প্রশাসন বাড়ি বাড়ি যাচ্ছে। বিএনপির নেতা-কর্মীদের নানা হুমকি দুমকি দিয়ে আতংক সৃষ্টি করছে। বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলামের গাড়ি বহরে ন্যক্কারজনক হামলা চালিয়ে ১৬টি গাড়ি ভাংচুর করেছে। যে দলটি দেশে ৫বার ক্ষমতায় ছিল সে দলের একজন মহাসচিব তার উপর আক্রমণ এটি কিসের আলামত। গয়েশ্বর চন্দ্র বলেন, আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি নির্বাচন বানচাল করতে চায়। তিনি একথা বলে বিএনপির মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। দেশে দীর্ঘদিন যাবত কোন গণতন্ত্র নাই। সেটাকে উদ্ধারের জন্য আমরা মাঠে নেমেছি। জনগণ যাকে খুশি ভোট দিবে। আমরা কারো ভোট জোড় করে নিব না। যতই হুমকি দুমকী আসুক না কেন আমরা এই ভোট যুদ্ধে আছি এবং থাকব। মানুষের অধিকার রক্ষার জন্য আমরা লড়ে যাব। আমরা নির্বাচনে ভোটের মাধ্যমে গণতন্ত্রকে উদ্ধার করব, খালেদা জিয়াকে মুক্ত করব এবং দেশকে দুঃশাসনের হাত থেকে রক্ষা করব। আমার মনে হচ্ছে আগামী নির্বাচন ২০১৪ সালের নির্বাচনের চেয়েও এই নির্বাচন ভয়াবহ হবে। এই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন,দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপিসাধারণ সম্পাদক মোজাদ্দে আলী বাবু,বিএনপি নেতা এ্যাডভোকেট কাউছার, এ্যাডভোকেট সুলতান নাসের, এ্যাডভোকেট আবু সেলিম চৌধুরী সেলিম, জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ওমর শাহনেয়াজ, সাধারণ সম্পাদক মোঃ আজাদ হোসেন, আগানগর ইউনিয়ন বিএনপিসাধারণ সম্পাদক হাজী মোঃ আসাদ প্রমুখ। সংবাদ সম্মেলন শেষে তার নেতৃত্বে একটি নির্বাচনী মিছিল বের করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Sun Bar ১১ ডিসেম্বর, ২০১৮, ১০:৫১ পিএম says : 0
HA / NA SYSTEMER VOTE KORE GONOTANTRA UDDAR KORBO
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন