রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঢাকা-২০ আসনে আটকে গেল বিএনপি প্রার্থীর ভোট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৮, ১২:২৮ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না ঢাকা-২০ আসনের বিএনপি প্রার্থী তমিজউদ্দিন। তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) নেয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ওই আসনের আওয়ামী লীগের প্রার্থী বেনজীর আহমেদ।

এ প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের বলেন, ধামরাই উপজেলা চেয়ারম্যানের পদ থেকে তমিজউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণের আগেই তিনি মনোনয়নপত্র জমা দেন। এ কারণে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন।
এর বিরুদ্ধে তিনি আপিল করলে ইসি তা মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। পরে রিট করলে হাইকোর্ট ইসির সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন