চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতীয় প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
মতবিনিময় সভায় আওয়ামী লীগ প্রার্থী সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার পর থেকে ফরিদগঞ্জকে বিএনপির ঘাঁটি হিসেবে অপপ্রচার চালানো হচ্ছে। সু-নির্দিষ্ট তথ্য প্রমানের ভিত্তিতেই বলছি ফরিদগঞ্জ নিঃসন্দেহে নৌকার ঘাঁটি। আর এর প্রমাণ আরেকবার মিলবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার চুড়ান্ত বিজয়ে মধ্য দিয়ে।’
বুধবার (১২ ডিসেম্বর) বিকেলে ফরিদগঞ্জ মধ্যবাজারে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে উক্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘৩০ ডিসেম্বরের নির্বাচনে বিজয়ী হয়ে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবো।’
উন্নয়ন কাজ সর্ম্পকে তিনি আরো বলেন, ‘আগামী নির্বাচনে বিজয়ী হলে আমি ফরিদগঞ্জের প্রধান প্রধান সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করবো। আমি আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনসাধারনের কাছে দোয়া ও সমর্থন চাই। ’
এসময় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী। সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রভাষক মো. মহিউদ্দিন, সাংবাদিক নূরনবী নোমান, প্রবীর চক্রবর্তী, মানিক পাঠান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন