শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিএনপির ১শ’ জনের বিরুদ্ধে গায়েবি মামলা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৮, ১২:৪৩ এএম

পুলিশ বাদী হয়ে গতকাল (বুধবার) নগরীর হালিশহর থানায় ১০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ধানের শীষের পোস্টার লাগানোর সময় বিএনপি নেতা সাইফুল ইসলাম, মোঃ আলী, সাইফুল আলম ও নাজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। নেতাদের বাসাবাড়িতে পুলিশ তল্লাশি চালিয়ে হয়রানি করছে। এসব অভিযোগ করেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনের প্রার্থী আবদুল্লাহ আল নোমান। গতকাল রাতে এক বিবৃতিতে তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে পুলিশ তার নির্বাচনী এলাকার হালিশহর থানা বিএনপির ১০০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে গায়েবী মামলা দায়ের করেছে। পাহাড়তলী ওয়ার্ডে মাইকিং করে নির্বাচনী প্রচারণার সময় সরকারী দলের সন্ত্রাসীরা মাইক ভাঙচুর করে এবং বিএনপি কর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। এছাড়া খুলশী থানার এস আই আবদুর রহিম ও এস আই হীরনের নেতৃত্বে মহানগর বিএনপির সহ-সভাপতি এস কে খোদা তোতনের বাসার নিচতলায় কর্মী সভার প্রস্তুতি চলাকালে অভিযান চালিয়ে চেয়ার ও আসবার পএ নিয়ে গেছে। খুলশী থানা পুলিশ বিনা অভিযোগে মহানগর বিএনপির সহ সভাপতি শফিকুর রহমান স্বপন ও যুগ্ম সম্পাদক জাহাংগীর আলম দুলালের বাসায় অভিযান চালিয়েছে। তিনি অবিলম্বে বেআইনী পুলিশী অভিযান ও সহিংসতা বন্ধ করতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন