বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শেরপুরে বিএনপি প্রার্থীর পথসভাস্থলে আ.লীগের পাল্টা সভা

শেরপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৮, ১২:৪৩ এএম

শেরপুর- ৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে শ্রীবরদীর ভারেরা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির প্রার্থীর পথসভা স্থলে আওয়ামী লীগের পাল্টা সভা আহবানে উভয় দলে উত্তেজনায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গত মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা এ আদেশ দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এলে পন্ড হয় উভয় দলের পথসভা।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী সবেক এমপি মাহমুদুল হক রুবেল ভারেরা উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৩টায় পথসভার আয়োজন করেন। অপরদিকে আওয়ামী লীগের উদ্যোগে একই স্থানে পাল্টা পথসভার আহবান করা হয়। এ নিয়ে উভয় দলের মধ্যে বিরাজ করে উত্তেজনা। এ সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করেন। এতে পন্ড হয় উভয় দলের পথসভা। বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মাহমুদুল হক রবেল জানান, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পথসভার আহবান করা হয়। আমাদের পথসভা বানচাল করতে আওয়ামী লীগ একই স্থানে পথসভার আয়োজন করে। তিনি আরো বলেন এ নিয়ে পুলিশের সহাতায় আমার পরপর তিনটি পথ সভা পন্ড করা হলো তবুও আমাকে মাঠ থেকে সরানো যাবে না। এলাকার ৮০ ভাগ মানুষ ধানের শীষের পক্ষে আছে। কাজেই বিজয় আমাদেরই হবে।
অপরদিকে গোসাইপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গির আলম জানান, আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থী এমপি একেএম ফজলুল হকের সম্মতিক্রমে এখানে পথসভার আয়োজন করা হয়। পুলিশ এসে সভা বন্ধ করে দেয়।
থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, ১৪৪ ধারা জারি করায় নিরাপত্তার স্বার্থেই পথসভা বন্ধ করে দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সেঁজুতি ধর জানান, একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপি পথসভার আয়োজন করায় উভয় দলের মধ্যে সংঘর্ষের আশংকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে জনাব সেজুতি ধরের নিকট পরপর তিনদিন বিএনপির প্রার্থীর জনসভাস্থলে পাল্টা সভা আহ্বানের কথা জানতে চাইলে, তিনি রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলতে বলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন