শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মেয়ের পক্ষে ভোট চাইলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল)

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৮, ১২:৪৩ এএম

টাঙ্গাইলের সখিপুরে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঐক্যফ্রন্ট নেতা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, গণতন্ত্রের মুক্তি মানে খালেদা জিয়ার মুক্তি। জনগণের ভোটের মাধ্যমে আগামী ১ জানুয়ারী খালেদা জিয়া মুক্তি পাবেন। শুধু খালেদা জিয়া নয়-আমার বিরুদ্ধে বোন হাসিনা গভীর ষড়যন্ত্র করছেন। যতো ষড়যন্ত্রই করা হোক আমি কারো বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করবো না। সখিপুর-বাসাইলের মানুষ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যেভাবে আমাকে সহযোগিতা করেছিলেন, আমার মেয়ে কুঁড়ির জন্যও সেইভাবে সহযোগিতা করবেন বলে আমি আপনাদের নিকট প্রত্যাশা করি। আপনারদের সহযোগিতা পেলে হাজার ষড়যন্ত্রও আমি মোকাবেলা করতে পারবো। এ নির্বাচন ভোটারদের ভোটের অধিকার রক্ষা করার নির্বাচন, গণতন্ত্র পূনরুদ্ধারের নির্বাচন। আর গনতন্ত্রের প্রতীক ধানের শীষ, তাই আগামী ৩০ডিসেম্বর আমার মেয়ে কুঁড়ি সিদ্দিকীকে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের অধিকার ফিরিয়ে আনবেন। তিনি মঙ্গলবার রাতে সখিপুর উপজেলার ইন্দ্রজানি, তৈলধারা, হামিদপুর, বাসারচালা, লাঙ্গুলিয়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগে এসব কথা বলেন। এসময় বীরকন্যা কুঁড়ি সিদ্দিকী বলেন, আমার বাবাকে ষড়যন্ত্র করে নির্বাচনে আসতে দেওয়া হয়নি। আগামী ৩০ডিসেম্বর ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনাদের এ প্রিয় নেতার প্রতি আপানাদের ভালবাসার জবাব দিবেন। উক্ত গণসংযোগ কালে উপস্থিত ছিলেন, কৃষক শ্রমিক জনতা লীগ কেন্দ্রীয় নেত্রী নাসরিন কাদের সিদ্দিকী, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগ সহ-সভাপতি আ. হালিম সরকার লাল, উপজেলা বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মো.হাবিব, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি আতোয়ার রহমান, সাধারন সম্পাদক অধ্যাপক মীর জুলফিকার শামীম, যুব আন্দোলন কেন্দ্রীয় আহবায়ক হাবিবুন্নবী সোহেল প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন