বিধি মোতাবেক কোর্ট ফি প্রদান করেও আদালত থেকে নকল পাচ্ছেন না মাগুরা -১ আসনের কারাবন্ধী বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খান। ফলে তার আইনজীবিরা উচ্চ আদালতে জামিনের আবেদন করতে পারছেন না। ঘটনাটি ঘটেছে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে।
জানা গেছে, চলতি বছরের নভেম্বর মাসের ২৯ তারিখে অতিরিক্ত জেলা জজ আদালতে বিচারাধীন নাশকতা মামলা নং ৩২৭/২০১৫ তে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসর্ম্পণ করে জামিনের আবেদন করেন মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খান। বিজ্ঞ জজ জামিনের শুনানি শেষে তার জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। সাথে সাথেই মনোয়ার হোসেন খানের আইনজীবি সাহেদ হাসান টগর উচ্চ আদালতে জামিনের আবেদন করার জন্য ওই দিনের আদেশের সইমহুরী নকল চেয়ে ( আর্জেন্ড) ২৮ টাকার কোর্ট ফি দিয়ে আবেদন করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন