শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাতক্ষীরার কলারোয়ায় বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলা, আহত ১০

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৮, ২:১০ পিএম

হামলায় আহত এক কর্মী


সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাবিব ও কলারোয়া উপজেলা বিএনপির সভাপতি বজলুর রহমান এবং স্থানীয় দুই সাংবাদিকসহ অন্তত ১০জন আহত হয়েছে।
শুক্রবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত অন্যান্যদের মধ্যে যুবদল নেতা আশরাফ হোসেন, জেলা ছাত্রদলের সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, রুবেল, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার হেলাতলা প্রতিনিধি ফারুক হোসেন রাজ এবং দৈনিক নওয়াপাড়ার প্রতিনিধি তাজ উদ্দিন রিপনের নাম জানা গেছে।
হাবিবুল ইসলাম হাবিব সাংবাদিকদের জানিয়েছেন, তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে নিজ বাড়িতে মতবিনিময় শেষে গণসংযোগে বের হলে স্থানীয় যুবলীগের নেতা লাভলুর নেতৃত্বে সন্ত্রাসীরা হেলমেট পরে লোহার রড় ও জিআই পাইপ দিয়ে তার উপর হামলা চালায়। এতে অন্তত ১০জন রক্তাক্ত জখম হয়েছে।
তিনি আরও জানান, আহতদের কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, সংবাদ সংগ্রহকালে স্থানীয় দুই সাংবাদিকও মারধরের শিকার হয়েছেন বলে জানা গেছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বলেন, এই জাতীয় কোন অভিযোগ আমি পাইনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন