শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আখাউড়ায় বিএনপি প্রার্থীর সভায় হামলা-ভাংচুর, আহত ৪

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৮, ২:১৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে বিএনপির প্রার্থী মুসলেম উদ্দিনের নির্বাচনী পরামর্শ সভায় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাংচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া উপজেলার সদরের দেবগ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আখাউড়া উপজেলা ছাত্রদলের সহসভাপতি মহসিন ভূইয়া, পৌর যুবদলের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ ও ছাত্রদল নেতা শাখাওয়াত হোসেন।
বিএনপি প্রার্থী মুসলেম উদ্দিন অভিযোগ করে বলেন, সকালে দেবগ্রামে বিএনপির প্রয়াত নেতা মন্তাজ মিয়ার বাড়িতে আমার নির্বাচনী একটি পরামর্শ সভা চলছিল। সভা চলাকালে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা লাঠি-সোটা নিয়ে অতর্কিতভাবে হামলা করে। এ সময় নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মোটরসাইকেল ও অটোরিকশা ভাংচুর করে তারা। হামলার সময় আমাদের নেতাকর্মীরা আহত হন।
তবে আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুদ্দিন বেগ সাপলু হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী নাসির উদ্দিন হাজারীর সঙ্গে মুসলেম উদ্দিনের কর্মী-সমর্থকদের বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার বলেন, হামলার বিষয়টি ঠিক না। তাদের নিজেদের মধ্যে কোন্দলের জেরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন