বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। রাজধানীর সেগুনবাগিচায় দুপুর ১টার দিকে এ হামলা হয়।
জানা গেছে, মির্জা আব্বাস ১৫-২০ জনের একটি দল নিয়ে গণসংযোগ চালাচ্ছিলেন। দলটি সেগুনবাগিচা মসজিদ এলাকায় এলে লাঠিসোটা নিয়ে একদল যুবক অতর্কিত হামলা করে। এসময় মির্জা আব্বাসের ওপরও হামলা চালানো হয়। কর্মীরা ঘেরাও দিয়ে তাকে রক্ষা করে। ছাত্রদল নেতা আপেল মাহমুদসহ বেশ কয়েকজন নেতাকর্মী হামলায় আহত হয়েছেন। মির্জা আব্বাস ঢাকা-৮ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন