শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খুলনা-২ আসনের আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর প্রচারণা

খুলনা হবে আইটির শহর: শেখ জুয়েল, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আ’লীগ গণতন্ত্র হত্যা করেছে : মঞ্জু

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৮, ৪:৫২ পিএম | আপডেট : ৪:৫৪ পিএম, ১৫ ডিসেম্বর, ২০১৮

বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও আওয়ামী লীগ মনোনীত খুলনা-২ আসনের প্রার্থী শেখ সালাহ্উদ্দিন জুয়েল বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি আমি বিজয়ী হই, তাহলে বেকার যুবকদের জন্য কর্মসংস্থান ও একটি হাইটেক পার্ক নির্মাণ করবো। কর্মসংস্থানগুলোতে হাজার হাজার বেকার যুবক সেখানে কাজ করার সুযোগ পাবে। এর ফলে খুলনা হবে পৃথিবীর অনেক ডিজিটাল শহরের মতোই আইটির শহর।

শনিবার মহানগরীর শেরে বাংলা রোডস্থ নিজ বাসভবনে ডিজিটাল প্রচারণার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি নৌকার প্রচারণার জন্য ওয়েবসাইট ও ফেসবুক পেজ এর উদ্বোধন করেন।


অপরদিকে গতকাল শনিবার নির্বাচনী প্রচারণা কালে খুলনা-২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, সরকার মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতীয় ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দের ওপর হামলা করে প্রমাণ করে দিয়েছে তারা ক্ষমতার স্বার্থে মহান মুক্তিযুদ্ধকে পুঁজি করেছে। বিএনপিকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের দল দাবি করে বক্তারা বলেন, সরকার বুঝে গেছে তাদের জনসমর্থন শূণ্যের কোঠায় এবং নির্বাচনে কোন ভাবেই জয়লাভ সম্ভব নয়। এ জন্য সারা দেশে বিএনপি প্রার্থীদের প্রচার প্রচারণায় হামলা ও আক্রমণের ঘটনা ক্রমাগতভাবে বেড়েই চলেছে। বক্তারা বলেন, যে মহান উদ্দেশ্যে লাখো শহীদ জীবন উৎসর্গ করেছিল সেই গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত। অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ভোটের অধিকার ফিরিয়ে আনতে ৩০ ডিসেম্বর সাহসিকতার সাথে ভোট কেন্দ্রে যেতে হবে, নিজের ভোট দিতে হবে এবং ফলাফল বুঝে নিয়ে বাড়ি ফিরতে হবে।

১৫-১২-১৮

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন