কক্সবাজারের বৃহত্তর উপজেলা চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নে বিএনপি প্রার্থী এডভোকেট হাসিনা আহমদের গণসংযোগে আওয়ামী লীগের একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।আজ ১৫ ডিসেম্বর সকালে এ ঘটনা ঘটে বলে হাসিনা আহমদ এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।
তার প্রাণ নাশের উদ্দেশ্যে চালানো ওই হামলার সময় হামলাকারীরা ৩টি গাড়ি, ৪টি মোটর সাইকেল ভাংচুর ও ২টি মোটর সাইকেল ছিনিয়ে নেয় বলে জানান তিনি।
সংসদ সদস্য প্রার্থী এডভোকেট হাসিনা আহমদকে এলাকাবাসী নিরাপদে সরিয়ে নিয়েছেন। এই ঘটনায় শতাধিক বিএনপি নেতা-কর্মী ও সমর্থক আহত হয়েছেন। তবে জনগণের প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পালিয়ে যায় বলে জানা গেছে।
শনিবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালী ব্রিজের কাছে এই হামলার ঘটনা ঘটনা ঘটে। ডুলাহাজারা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল মেম্বারের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
ঘটনার পর তাৎক্ষনিক কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসিনা আহমদ এসব অভিযোগ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন