শনিবার, ২৫ মে ২০২৪, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নোয়াখালী-২ সেনবাগ বিএনপি প্রার্থী জয়নুল আবদিন ফারুকের প্রচারণায় হামলা, আহত ৬

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৮, ১২:২৩ পিএম | আপডেট : ১২:৩৭ পিএম, ১৬ ডিসেম্বর, ২০১৮

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী একাংশ) আসনে বিএনপির প্রার্থী জয়নুল আবদিন ফারুকের প্রচার গাড়ীতে হামলা হয়েছে। হামলাকারীরা প্রচার গাড়ী ও বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর করে। এসময় সেনবাগ উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ’সহ ৬জন আহত হয়েছে। আজ রবিবার সকাল ৯টার দিকে সেনবাগ বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে উপজেলা চেয়ারম্যান’সহ বিএনপির নেতাকর্মীরা সেনবাগ বাজারে নির্বাচনী প্রচারনায় বের হন। এসময় তাদের প্রচার গাড়ী দলীয় কার্যালয়ের সামনে পৌঁছলে একদল দূর্বৃত্ত তাতে হামলা চালিয়ে ভাঙচুর। হামলায় আবুল কালাম আজাদ’সহ ৬জন আহত হয়েছেন।

ধানের শীষের প্রার্থী জয়নুল আবদিন ফারুক অভিযোগ করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোন কারন ছাড়াই তাদের প্রচারগাড়ীতে অর্তকিত হামলা চালিয়ে ভাঙচুর ও নেতাকর্মীদের পিটিয়ে জখম করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন