ঝিনাইদহ-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মজিদ নিজ বাসায় অবরুদ্ধ। তিনি নৌকার সমর্থকদের হামলা ও হুমকির কারণে মাঠে নামতে পারছেন না। ফলে গ্রামে গ্রামে গণসংযোগ তো দুরের কথা নির্বাচনী পোস্টার, ব্যানার ও হ্যান্ডবিল পর্যন্ত তিনি পাঠাতো পারছেন না।
যারা তার বাসায় এ সব নিতে আসছেন তাদেরকে মারধর করা হচ্ছে। মজিদ অভিযোগ করেন যে মুহূর্তে গোটা জাতি বিজয় দিবস পালন করছে। সেই মুহূর্তে আমি নিজ বাসায় বন্দি। কর্মী সমর্থকদের নিয়ে আমি শহর, ইউনিয়ন, পাড়া, মহল্লা ও গ্রামে যেতে পারছি না বলে তিনি অভিযোগ করেন, আমার গণসংযোগের খবর পেয়েই নৌকার সমর্থকরা অস্ত্র-সস্ত্র নিয়ে আগে থেকেই ওৎ পেতে থাকছে। এ অবস্থায় গ্রাম থেকে আমার শহরের বাসায় নেতাকর্মীরা পোস্টার, ব্যানার ও নিতে আসছে।
তাদেরও মারধর করা হচ্ছে। শহরের পবহাটী গ্রামের সৃজনী মোড়, উজির আলী স্কুলের সামনে ও কলাবাগান পাড়ায় স্বশস্ত্র প্রহরা বসানো হয়েছে চিহ্নিত সন্ত্রাসীদের। এই সন্ত্রাসীরা গত ৩/৪ দিনে আমার অনন্ত ১৫/২০ জন নেতাকর্মীকে মারধর করেছে। মজিদ সংবাদ মাধ্যমে পাঠানো এক ই-মেইল বার্তা ও জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ পত্রে এ সব কথা উল্লেখ করেন। তিনি দাবী করেন আমার নির্বাচনী এলাকায় ন্যায় বিচার তো দুরের কথা নূন্যতম কোন মানবিকতা ও মানবাধিকার মানা হচ্ছে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন