বিজয় দিবসের শেষ প্রহরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াবাসী বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। রোববার সন্ধ্যার পর থেকে টুঙ্গিপাড়ার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন থেকে দলে দলে মানুষ নৌকা প্রতিক, বাদ্যযন্ত্র নিয়ে নেচে গেয়ে এসে ভীড় করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের সামনে।
একপর্যায়ে রাত ৮টার দিকে প্রধানমন্ত্রীর নির্বাচনী এজেন্ট কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম-বিষয়ক সম্পাদক শেখ মোহম্মদ আব্দুল্লাহ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন। পরে পবিত্র ফাতেহাপাঠ ও দোয়া-মোনাজাত শেষে নির্বাচনী প্রচারণায় নামেন।
হাজার হাজার মানুষ টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার নৌকার পক্ষে মিছিল বের করেন। তাদের জয় বাংলা-জয় বঙ্গবন্ধু আর নৌকার ধ্বণিতে মুখরিত হয় চারদিক। পরে সবাই দলে দলে ভাগ হয়ে নৌকার জয়গান নিয়ে ছড়িয়ে পড়েন টুঙ্গিপাড়ার চারদিকে।
প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রদর্শণ করা হয়। লাঠিয়ালদের শৈল্পিক কলাকৌশল উপস্থিত সবাইকে মুগ্ধ করে। প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রধান এজেন্ট এ্যাড. আলহাজ্ব শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর পক্ষে প্রচার প্রচারণায় টুঙ্গিপাড়া এখন মুখরিত। এখানে ভোটারদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। আগামী ৩০ তারিখে সর্বোচ্চ ভোটে প্রধানমন্ত্রীকে নির্বাচিত করতে টুঙ্গিপাড়াবাসী আধীর আগ্রহ দেখাচ্ছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন