শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ফের আফরোজা আব্বাসের প্রচারণায় হামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৮, ৩:৩১ পিএম

ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের গণসংযোগে আবারো হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে দক্ষিণ গোড়ানের বাগানবাড়ি রোডে এ ঘটনা ঘটে। এ সময় একপর্যায়ে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শাহজাহানপুরের বাসা থেকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগে নামেন আফরোজা আব্বাস। বেলা সোয়া ১১টার দিকে খিলগাঁও রেলগেট অতিক্রম করে আফরোজা আব্বাস তিলপাপাড়ায় গণসংযোগ করেন। এ সময় এলাকার প্রায় ১৫ থেকে ২০ জন যুবক সেখানে গিয়ে নৌকার পক্ষে স্লোগান দিতে শুরু করেন।

আফরোজা আব্বাস বিভিন্ন এলাকা ঘুরে দক্ষিণ গোড়ান এলাকায় পৌঁছালে সেখানে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে। আফরোজার গণসংযোগে থাকা নেতাকর্মীদের ওপর পেছন থেকে স্থানীয় কয়েকজন যুবক ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
শফিউর রহমান ১৮ ডিসেম্বর, ২০১৮, ৩:৫৯ পিএম says : 0
আমরা এটা কোন সমাজে আছি। অমার মনে হচ্ছে জারা এ দরনের অন্যায় কাজে লিপ্ত হচ্ছে তারা কি এ দেশের সন্তান না কোন পর দেশী ভাড়া করা গুন্ডা বাহিনী । আরে ভাই আমরা ছোট ভয়সে দেখেছি বিরোধি মতের লোকদের সাথে যতিই শএুতামি থাকত কিন্তু নির্বচন এলে গলায় গলায় ভাব থাকতো। এটাই গন তন্তের মূল মর্ত্ন । মাননীয় প্রধান মর্ত্নী আজকে ইস্তেহারে ভুল তুর্টির জন্য খমা চেয়েছেন এটাতো ভাল কথা কিন্তু এই ভুলের কে খমা চাইবে । তাই বলছি আমাদের এগিয়ে যাবার এখনো সময় আছে আমরা পরস্পর মিলে মিশে দেশটা ঘরি না হলে আমরা ভবিষ্যৎ ভংশদরদের কাছে ঠেকা থাকবো ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন