শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শত বাধা সত্ত্বেও জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি

ফরিদপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফ

ফরিদপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ফরিদপুর-৩ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেছেন, সন্ত্রাসী বাহিনী প্রতিদিন আমার নেতাকর্মীদের উপর সশস্ত্র হামলা চালাচ্ছে। অন্যদিকে, পুলিশ ধানের শীষের পক্ষে কাজ করার অপরাধে একের পর এক নিরীহ কর্মী সমর্থককে আটক করছে। পুলিশ প্রশাসন ও সন্ত্রাসী বাহিনীর শত বাধাবিপত্তি সত্তে¡ও ফরিদপুরের ভোটার ও সাধারণ জনগণের মাঝে ধানের শীষের পক্ষে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো।

গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদপুরের নিউ মার্কেট এলাকায় নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের নিকট প্রতিক্রিয়ায় চৌধুরী কামাল ইবনে ইউসুফ একথা বলেন। এসময় তিনি জেলা প্রশাসনের আশ্বাস সত্ত্বেও তার কর্মীদের উপর হামলা ও পুলিশী গ্রেফতারের অভিযোগ করেন এবং নির্বাচনের পরিবেশ বিঘ্নকারীদের ব্যাপারে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনার, রিটার্নিং অফিসার ও ইলেকশন ইনকোয়ারী কমিটিসহ সব মহলের সহযোগীতা কামনা করেন। ফরিদপুর জেলা বিএনপির সহ-সভাপতি এএফএম কাইয়ুম ও জাফর হোসেন বিশ্বাসসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন