শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কুমিল্লার নৌকার পক্ষে গণসংযোগে অভিনয়শিল্পীরা

চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৮, ৫:১৩ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার কমিটির সদস্য আমিনুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ চলচিত্রের অভিনয় শিল্পীদের একটি টিম বুধবার কুমিল্লা-১ দাউদকান্দি-মেঘনা আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়ার পক্ষে নৌকার ভোট চেয়ে গণসংযোগ করেন। গণসংযোগ শেষে অভিনেতা-অভিনেত্রীরা বলেন, বাংলাদেশ উন্নয়নের আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা বিশ্বনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকাই পারে এদেশের জনগনকে ক্ষুধা, দারিদ্র, নিরক্ষরতা হাত থেকে মুক্ত করতে। একমাত্র শেখ হাসিনার সরকার দ্বারাই সম্ভব গ্রামকে শহর হিসেবে রুপান্তর করতে। এ দেশে যে পরিমান উন্নয়ন হয়েছে তার বিনিময়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কাকে ভোট দিয়ে বিজয় করতে হবে। এ সময় কেন্দ্রীয় উপ-প্রচার কমিটির সদস্য আমিনুল ইসলামের সফর সঙ্গী ছিলেন, অভিনেতা শাকিল খাঁন, সায়মন, প্রনীল, আশিক, অভিনেত্রী অরুনা বিস্বাস, রোকেয়া প্রাচী, সায়মা সাদিক, জ্যোতিকা জ্যোতি ও সংবাদ পাঠিকা ঈশিখা প্রমুখ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Sudhanindu halder ১৯ ডিসেম্বর, ২০১৮, ১০:০৩ পিএম says : 0
স্বাধীনতার প্রতিক নৌকায় ভোট দিন।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন