আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় নেমেছেন ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ শুক্রবার পৌনে বারোটার দিকে রাজধানীর মালিবাগ এলকায় প্রচার-প্রচারণা শুরু করেন তিনি।
এর আগে সকালে মির্জা আব্বাসের শাহজাহানপুরের তার বাসভবন থেকে বড় একটি মিছিল নিয়ে বের হন তার কর্মী সমর্থকরা। এরপর কাকরাইল, শান্তিনগরসহ কয়েকটি পয়েন্ট থেকে আরো কয়েকটি মিছিল জড়ো হয়ে মালিবাগে মির্জা আব্বাসের সঙ্গে যোগ দেয়। এসময় মির্জা আব্বাস নির্বাচনে জয়ী করতে এলাকাবাসীর কাছে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন