নেত্রকোনা জেলার কেন্দুয়া থানা পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিএনপির ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, গন্ডা ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ মিয়া, নোয়াপাড়া ইউনিয়ন যুবদল নেতা মঞ্জিল মিয়া, মোজাফ্ফরপুর ইউনিয়ন যুবদল নেতা সোকেল মিয়া, চিরাম ইউনিয়ন যুবদল নেতা নুরে আলম, মাস্কা ইউনিয়ন যুবদল নেতা আলম মিয়া, পাইকুড়া ইউনিয়ন যুবদল নেতা সোহেল মিয়া, তেলিগাতি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রইছ উদ্দিন ক্বারী, চিরাম ইউনিয়নের ছাত্রদল নেতা মাখন।
এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজীর সাথে কথা বললে তিনি বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন